সিলেট, ০৩ নভেম্বর (ইউএনবি)- সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের চার দিন পর আমজদ আলী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আমজদ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে মাইজভাগ সেতু সংলগ্ন পুকুরে দুই পা বাধাঁ অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী বলেন, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।